

রাউজান গর্জনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের 'শহিদ মিনার' নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৪আগস্ট বৃহস্পতিবার স্কুল আঙ্গিনায় শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান শফিকুল ইসলামের পক্ষে হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী রুনু ভট্টচার্য্য এ কাজের উদ্বোধন করেন।
এসময় মোনাজাত পরিচালনা করেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্জ মাহবুবুল আলম,স্কুল কমিটির সহ সভাপতি শামসুল আলম চৌধুরী,সাবেক স্কুল কমিটির সভাপতি এস এম হারুন,এয়াছিনশাহ পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ফারুক,ইউনিয়ন যুবলীগ সভাপতি মুহাম্মদ মনসুর,স্কুল প্রধান শিক্ষক মুহাম্মদ জামাল উদ্দিন,ইউপি সদস্য মুহাম্মদ গিয়াস,শিক্ষক মুহাম্মদ আতিকুল ইসলাম,শিক্ষক লিপটন দাশ,স্কুল সদস্য মুহাম্মদ দিদার।
বক্তাগণ রাউজানের সংসদ সদস্য এবিএম এম ফজলে করিম চৌধুরী এমপি প্রতি শহীদ মিনার নির্মানে বরাদ্ধ প্রদান করায় অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

-
01/28/2023 47
-
01/25/2023 36
-
01/25/2023 93
-
01/20/2023 91
-
01/20/2023 212
-
09/19/2022 1405
-
12/19/2022 1041
-
07/12/2022 895
-
08/17/2022 757
-
12/01/2022 756
ফিচার নিউজ

রাউজান সংবাদ

জাতীয়

সাহিত্য

রাউজান সংবাদ

আন্তর্জাতিক
ফটো গ্যালারি


LEAVE A COMMENT