
সড়ক দূর্ঘটনায় নিহত রাউজানের যুবক সাজ্জাদ

কামরুল ইসলাম বাবু ঃ
কক্সবাজার যাওয়ার পথে চকরিয়ারর মালুর ঘাট এলাকায় বিপরিত দিকে আসা বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় মোটরবাইক আরোহী সাজ্জাদ হোসেন (২৫)।
জানাযায়, আজ (২৯ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মুকারদীঘী পাড়া গ্রামের বন্ধুদের সাথে নিয়ে ২টি বাইকে করে কক্সবাজার যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়ার মালুর ঘাট এলাকায় সাজ্জাদের বাইকটি কক্সবাজার থেকে ছেড়ে আসা বাসের সাথে ধাক্কা লাগলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে সাজ্জাদ নিহত হয়। বাইকে থাকা অপর বন্ধু মিসকাত আহত হয়।
অপর বাইকে থাকা সাজ্জাদের বন্ধু সৌরভ রাউজান নিউজকে জানিয়েছেন, সাজ্জাদের বাইকটি আমার বাইকের আগে ছিল দূর্ঘটনা ঘটার ২/৩ মনিটের মধ্যে আমার ঘটনাস্থলে পৌছি, স্থানীয়রা তাদেরকে জানায় ঘটনারপর দ্রুত বাসটি পালিয়ে যায়। আমরা এম্বোলেন্সকে খবর দিয়ে তাদেরকে গ্রামে নিয়ে আশি।
দুপুর ২টার দিকে সাজ্জাদের লাসটি তার গ্রামে বাড়ীতে আসলে তার আত্মীয় স্বজনের আহাজারীতে এলকার পরিবেশ ভারী হয়ে উঠে। রাতে তার গ্রামের বাড়ীতে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানাযায়।
নিহত সাজ্জাদ রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মুকারদীঘিপাড়া গ্রামের ফারুকের পুত্র, দুই-ভাই, এক- বোনের মধ্যে সে বড়।

-
02/02/2023 125
-
02/02/2023 72
-
02/02/2023 209
-
02/01/2023 170
-
01/28/2023 78
-
09/19/2022 1413
-
12/19/2022 1053
-
07/12/2022 896
-
12/01/2022 763
-
08/17/2022 761
ফিচার নিউজ

রাউজান সংবাদ

জাতীয়

সাহিত্য

রাউজান সংবাদ

আন্তর্জাতিক
ফটো গ্যালারি


LEAVE A COMMENT