

রাউজাননিউজ ডেক্স ঃ
করোনামুক্তির বুষ্টার ডোজ গ্রহন করতে গিয়ে রাউজানের একটি কমিউনিটি ক্লিনিকের ফ্লোর ধসে তিন স্বাস্থ্যকর্মী আহত হয়েছে। এই ঘটনা ঘটেছে গতকাল ২০ জুলাই বুধবার উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এদিন এই কেন্দ্রে টিকার বুষ্টার ডোজ দেয়ার পূর্ব ঘোষনা ছিল। টিকা গ্রহনে এলাকার লোকজন জড়ো হয় এই কমিউনিটি ক্লিনিকে সকাল ১০টার দিকে। ক্লিনিকের ভিতরে মানুষের চাপে হঠাৎ করে নিচের ফ্লোর ধসে পড়ে। এসময় আতংকে মানুষ হুড়াহুড়ি করে বের হয়ে গেলেও ক্লিনিকে দায়িত্ব পালনকারী স্বাস্থ্য সহকারী মৃদুল কান্তি নাথ, পরিবার পরিকল্পনা সহকারী লীলা প্রভা বড়–য়া ধসে সৃষ্ট গর্তে আটকা পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। জানা যায় গর্তে আটকা পড়া তিন স্বাস্থ্যকর্মী কমবেশি আঘাত পেয়েছে। উল্লেখ্য যে, গত ২০১৫ সালে হলদিয়া ইউনিয়নের এই কমিউনিটি ক্লিনিক নির্মান করা হয়েছিল। অভিযোগ আছে এটির নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্লোর ঢালাই কাজে লোহা ব্যবহার না করায় এই ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কেউ আহত হয়নি বলে দাবি করেন হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম। ফ্লোর ধসের বিষয়টি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীকে জানানো হয়েছে বলে তিনি জানান।

-
02/02/2023 125
-
02/02/2023 72
-
02/02/2023 209
-
02/01/2023 170
-
01/28/2023 78
-
09/19/2022 1413
-
12/19/2022 1053
-
07/12/2022 896
-
12/01/2022 763
-
08/17/2022 761
ফিচার নিউজ

রাউজান সংবাদ

জাতীয়

সাহিত্য

রাউজান সংবাদ

আন্তর্জাতিক
ফটো গ্যালারি


LEAVE A COMMENT