

কামরুল ইসলাম বাবু ঃ
রাউজানের হালদা নদীর সংযুক্ত বুড়ি সর্তাখালে প্রায় ২০০ কেজি ওজনের একটি মৃত ডলফিন ভেসে উঠেছে।
১৪ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকায় খালে ডলফিনটি ভাসতে দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয় এক যুবক।
‘বিশাল আকৃতির মৃত ডলফিনটির উচ্চতা ১০ ফুটের বেশি, ওজন প্রায় ২০০ কেজি। মুখে কোরবানির পশুর বর্জ্য (গরুর নাড়ি-ভুড়ি) আটকানো ছিল এবং ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে সংশ্লিষ্টদের জানানো হয়।
হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড.মনজুরুল কিবরিয়া গণমাধ্যমকে বলেন, ‘বড় আকৃতির একটি গাঙ্গেয় ডলফিন ভেসে উঠেছে জানতে পেরে তথ্য সংগ্রহ করতে এসেছি। মৃত ডলফিনটি অনেক বড় আকৃতির। হালদায় এর আগে এত বড় ডলফিন মারা যায়নি।’
মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ডলফিনটির শরীরে পচন ধরেছে। হালদা নদী ও সংযুক্ত খালে এই পর্যন্ত ৩৬টি ডলফিনের মৃত্যু হয়েছে।’

-
01/28/2023 47
-
01/25/2023 36
-
01/25/2023 94
-
01/20/2023 91
-
01/20/2023 212
-
09/19/2022 1406
-
12/19/2022 1041
-
07/12/2022 895
-
08/17/2022 758
-
12/01/2022 756
ফিচার নিউজ

রাউজান সংবাদ

জাতীয়

সাহিত্য

রাউজান সংবাদ

আন্তর্জাতিক
ফটো গ্যালারি


LEAVE A COMMENT