রাউজান ইউএনও সখের বাগান

রাউজান ইউএনও সখের বাগান

02/01/2023
রাউজান ইউএনও সখের বাগানে লতা পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে সাধের লাউ
মীর আসলাম (রাউজান নিউজ) মীর আসলাম (রাউজান নিউজ)


রাউজানের নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারের সৃষ্টি করা ফলদ ও সবজি বাগান এখন ফুল ফলের ভরা। তিনি বাগান করেছেন নিজের সরকারি বাসভবনের সীমানারা প্রাচীরের ভিতর থাকা খালি জায়গায়। ছাদের উপর লাগিয়েছেন ড্রাগন।

 

বাসভবনের বাইরেও তিনি করেছেন নানা জাতের সবজি ক্ষেত। নিজের সখের বাগানে উৎপাদিত ফল,সবজি প্রায় প্রতিদিন বিলাচ্ছেন উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারীসহ পরিচিত জনদের। ১ ফেব্রুয়ারি দেখা যায় রাউজান উপজেলা পরিষদের এই শীর্ষ কর্মকর্তা  পৌরসভার পিছনে নতুন সৃষ্ট রাস্তার দুই পাশে নিজের লাগানো সবজি ক্ষেতের ফলন দেখছেন উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে।

 

ক্ষেত থেকে লাউ,কোমড়া,সীম উঠিয়ে সাথে থাকা সকলকে উপহার দিচ্ছেন। তিনি বলেছেন মানুষকে ক্ষেত খামারে উৎসাহ দিতে তিনি বাড়ির ভিতরে বাইরে ফল ফুলের বাগান করেছেন। এই বাগান থেকে প্রতিদিন চাহিদা মত  টাটকা ফল, সবজি পাচ্ছেন। নির্বাহী কর্মকর্তার সৃষ্ট কয়েকটি লাউ বাগানে দেখা গেছে মাচাং এর ফাঁকে ফাঁকে ঝুলছে ছোট বড় অসংখ্য লাউ। মাটিতে ফুলে ফলে আছে মিষ্টি কোমড়া। তার সবজি ক্ষেতে রয়েছে, বেগুন,সীম, টমেটো, তিত করলা, পুঁদিনা, ফুল কপি, বাধা কপিসহ আরো নানা জাতের সবজি।

 

ফলের মধ্যে আছে আম, আমড়া, সবেদা, লিচু, ড্রাগনসহ নানা জাতের ফল গাছ। সরকারি এই কর্মকর্তা বলেন সখের বসে তিনি এসব বাগান করেছেন। আরো একটি উদ্দেশ্য  হচ্ছে ক্ষেত খামারে রাউজানের মানুষকে উদ্বুদ্ধ করা।

 

তিনি বলেছেন বাড়ি ঘরের আশে পাশে খালি জায়গায় সকলেই ফল মুলের চারা লাগালে কেউ বাজার থেকে বাসি, ফরমালিনযুক্ত সবজি কিনে খেতে হবে না। নিজেরা খেয়ে অন্যদেরকেও বিলাতে পারবে। বাগান দেখার সময় নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি রিদোয়ানুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ। 


  • VIA
  • মীর আসলাম (রাউজান নিউজ)
  • TAGS



LEAVE A COMMENT

সোশাল মিডিয়া

ক্যালেন্ডার