01/28/2023
রাউজানে মুজিব বর্ষ টি টুয়েন্টি ক্রিকেট টুর্ণমেন্ট’র   চ্যাম্পিয়ন নোয়াজিষপুর
মীর আসলাম (রাউজান নিউজ) মীর আসলাম (রাউজান নিউজ)


রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে টি টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

 

২৮ জানুয়ারি শনিবার দুপুরে রাউজান কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা এই খেলার আয়োজন করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। খেলা শেষে তিনি পুরস্কার বিতরণ করেন। ফ্যাইনাল খেলায় বাগোয়ান ইউনিয়ন টার্গেট দেয় ১২৬ রানের।  টার্গেট টপকিয়ে ৪ উইকেটে বাগোয়ানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নোয়াজিষপুর ইউনিয়ন।

 


 পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদার, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, রবীন্দ্র লাল চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া প্রেমীগণ।


  • VIA
  • মীর আসলাম (রাউজান নিউজ)
  • TAGS



LEAVE A COMMENT

সোশাল মিডিয়া

ক্যালেন্ডার