01/20/2023
আধারমানিক খ্যাতিপাড়া সমাদর ক্লাব এর কৃতি সন্মাননা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ 
মীর আসলাম (রাউজান নিউজ) মীর আসলাম (রাউজান নিউজ)

রাউজান পূর্ব আধারমানিক খ্যাতিপাড়া সমাদর ক্লাব কৃতি সন্মাননা ও ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে।

 

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে এলাকার মানিক বিহার প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করে সাধক ইন্দ্রশোক ও সাধিকা ছায়া রাণী বড়ুয়া স্মৃতির স্মরণ ও ফ্রাইডে ধার্ম্মা স্কুলের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে। অনুষ্ঠানে সংবর্ধিত গুনি ছিলেন ভদন্ত সুমনবংশ মহাথের।

 

সমাদর ক্লাবের সভাপতি কিরণ বড়ুয়ার সভাপতিত্বে ও সঞ্জয় বড়ুয়া মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সমাজ সেবক সুলভ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সভাপতি শফিউল আলম

 

,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বক্তব্য রাখেন  সাংবাদিক এম কামাল উদ্দিন হাবিবী, লোকমান আনছারী, শাহাদাত হোসেন সাজ্জাদ,রতন বড়ুয়া, খ্যাতি পাড়া ফ্রাইডে ধার্ম্মা স্কুলের শিক্ষক বিজয় বড়ুয়া, সমাজসেবক মিলন বড়ুয়া, মৃণাল বড়ুয়া, অজয় বড়ুয়া, রতন বড়ুয়া, ভুপতি রঞ্জন বড়ুয়া, দীলিপ বড়ুয়া, বাবুন বড়ুয়া, উত্তম বড়ুয়া, বিজয় বড়ুয়া,স্বপন বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান থেকে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও ভদন্ত সুমনবংশ মহাথেরকে সংবর্ধনা দেয়া হয়।


  • VIA
  • মীর আসলাম (রাউজান নিউজ)
  • TAGS



LEAVE A COMMENT

সোশাল মিডিয়া

ক্যালেন্ডার