01/20/2023
রাউজান প্রেস ক্লাবের দুই কর্মকর্তার ফ্রান্স ও ভারত সফর
মীর আসলাম (রাউজান নিউজ) মীর আসলাম (রাউজান নিউজ)

রাউজান প্রেস ক্লাবের দুই কর্মকর্তা ফ্রাস ও ভারত সফরে গেছেন। রাউজান প্রেস ক্লাবে নির্বাহী সদস্য প্রদীপ শীল ১৯ জানুয়ারি সকালে ভারতের উদেশ্যে বাংলাদেশ বিমান যোগে চট্টগ্রাম ত্যাগ করেছেন।

 

গত সপ্তাহে রাউজান প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া ফ্রান্সের উদেশ্যে ঢাকা ছাড়েন।

 

প্রদীপ শীল ভারতের একটি সমাজ ও সংষ্কৃতি সংগঠনের আমন্ত্রনে  আমন্ত্রিত অতিথি হিসাবে যোগ দিতে ভারত যান।


  • VIA
  • মীর আসলাম (রাউজান নিউজ)
  • TAGS



LEAVE A COMMENT

সোশাল মিডিয়া

ক্যালেন্ডার