
ফাইল ছবি

রাউজানে স্ত্রীর সঙ্গে অভিমান করেন হাফিজুর রহমান নামে ৬০ বছর বয়সী এক চা দোকান কারিগর বিষপানে আত্মহত্যা করেছে।
বুধবার (২২শে জুন) দুপুরে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের গুচ্চ গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপান করেন হাফিজ। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে অভিমান করে হাফিজ নামে এক ব্যক্তি বিষপান করেছে বলে শুনেছি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালেই তার মৃত্যু হয়।
কদলপুর আশ্রয়ণ প্রকল্পের গুচ্চ গ্রামে নিজের নামে বরাদ্দপ্রাপ্ত বসতঘরে পরিবার নিয়ে থাকতেন বলেও জানান তিনি।
নিহত হাফিজুর রহমান মৃত রুস্তম আলীর ছেলে বলে জানা গেছে।

-
07/01/2022 16
-
07/01/2022 159
-
06/25/2022 68
-
06/22/2022 529
-
06/22/2022 39
-
06/22/2022 529
-
06/21/2022 228
-
06/22/2022 199
-
07/01/2022 159
-
06/11/2022 103
ফিচার নিউজ

রাউজান সংবাদ

শিক্ষাঙ্গন

LEAVE A COMMENT