
ডা. মো. ইয়াকুব

মীর আসলাম (রাউজাননিউজ).
রাউজানে ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যার পানিতে বিলে মাছ ধরতে গিয়ে ডা. মো. ইয়াকুব (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। রাউজান পৌর ৬নং ওয়ার্ড ছিটিয়াপাড়ার নিজ বাড়ির পিছনে বিলে তিনি জাল নিয়ে মাছ ধরতে গিয়েছিল গত সোমবার বিকাল ৪টার দিকে। সেই থেকে ২১ জুন বিকাল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়।
জানা যায় এই ঘটনায় পাড়া লোকজন সোমবার সন্ধ্যা থেকে রাতভর বিলে ও পাশের বেরুলিয়া খালে সন্ধান চালায়। খাল বিল এখানে পানিতে টাইটুম্বুর অবস্থায় আছে। গতকাল মঙ্গলবার সকালে রাউজান পৌর মেয়র জমির উদ্দিন ফায়ার সার্ভিসের লোকজন ও পুলিশ নিয়ে ওই ব্যক্তির সন্ধানে নৌকা নিয়ে সম্ভাব্য বিলে খালে তল্লাশী চালায়।
দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির স্বজনদের সাথে কথা বলেন। রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসে ডুবরি দল এসে খালের বিভিন্নস্থানে সন্ধান করে উদ্ধারে ব্যর্থ হয়।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন এ প্রসঙ্গে বলেন নিখোঁজ ব্যক্তির সন্ধানে স্থানীয়দের সাথে পুলিশ কাজ করছে। জানা যায় ডা. ইয়াকুব স্বাস্থ্য বিভাগ থেকে অবসরে নিয়েছিলেন। তিনি ছিটিয়াপাড়া মৃত আবদুল গণির পুত্র বলে জানা গেছে।

-
07/01/2022 16
-
07/01/2022 159
-
06/25/2022 68
-
06/22/2022 528
-
06/22/2022 39
-
06/22/2022 528
-
06/21/2022 228
-
06/22/2022 199
-
07/01/2022 159
-
06/11/2022 103
ফিচার নিউজ

রাউজান সংবাদ

শিক্ষাঙ্গন

LEAVE A COMMENT