
পারিবারিক বিরোধের জেরে আব্দুল মান্নানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে

মুহাম্মদ হাবীব উল্লাহ (রাউজান নিউজ): চট্টগ্রামের ফটিকছড়ি ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী আবদুল মান্নানের (৫৮) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে নগরীর পাঁচলাইশ থানার নাজিরপাড়া নিজাম কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তার প্রথম স্ত্রী ও সন্তানকে আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত আব্দুল মান্নান ফটিকছড়ি শাখা মডেল ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ী ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার বাঘমারা পুকুরের পূর্ব পাশ্বে গইজ্জার বলে জানা গেছে। নিহত আব্দুল মান্নান এর দুই স্ত্রী রয়েছে বলে জানা গেছে। প্রথম স্ত্রী খাদিজা বেগম ও সন্তানরা এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরো পড়ুনঃ ২৯ ডিসেম্বর চুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষের লেভেল-১ টার্ম
পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার সাংবাদিকদের জানান, বুধবার গভীর রাতে স্ত্রী এবং সন্তানরা মিলে পারিবারিক বিরোধের জেরে আব্দুল মান্নানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমরা তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। তিনি নিজেই বলেছেন, তার স্বামীকে তিনি নিজেই হত্যা করেছেন। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

-
02/02/2023 125
-
02/02/2023 72
-
02/02/2023 209
-
02/01/2023 170
-
01/28/2023 78
-
09/19/2022 1413
-
12/19/2022 1053
-
07/12/2022 897
-
12/01/2022 763
-
08/17/2022 761
ফিচার নিউজ

রাউজান সংবাদ

জাতীয়

সাহিত্য

রাউজান সংবাদ

আন্তর্জাতিক
ফটো গ্যালারি


LEAVE A COMMENT