

জাহাঙ্গীর সিরাজ তালুকদার ঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে আগামি ১৯শে জুন (রবিবার) ২০২২ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১২দফা সংযোজনের দাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত মানববন্ধন সফল করার নিমিত্তে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ই জুন (বুধবার) ২০২২ খ্রি. চুয়েটের পুরাতন প্রশাসনিক ভবন সংলগ্ন পশ্চিম গ্যালারি মিলনায়তনে আয়োজিত উক্ত বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব আমিন মোহাম্মদ মুসা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি (১) প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হারুন। অনুষ্ঠানে চুয়েটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সকলের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে আগামি ১৯শে জুন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ঘোষিত দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি একযোগে পালনের রূপরেখা প্রণয়ন ও সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যাশা ব্যক্ত করেন।

-
08/14/2022 36
-
08/14/2022 34
-
08/13/2022 95
-
08/12/2022 181
-
08/10/2022 62
-
07/12/2022 796
-
07/20/2022 587
-
07/29/2022 584
-
08/04/2022 573
-
06/22/2022 568
ফিচার নিউজ

জাতীয়

রাউজান সংবাদ

রাউজান সংবাদ

শিক্ষাঙ্গন

LEAVE A COMMENT