
বাসের নিচে চাপা পড়ে দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান

বোরহান উদ্দীন নিয়াজ (রাউজান নিউজ) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। চুনতি হাজী রাস্তার মাথা এলাকায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। এতে আরও পাঁচজন আহত হয়েছে।
নিহত দুজন হলেন চট্টগ্রাম মহানগরের বায়েজিদ মীরপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সাখাওয়াত সিদ্দিক (৩৪) এবং নগরীর কোতোয়ালি পাথরঘাটা এলাকার রূপক ভট্টাচার্যের ছেলে অভিজিৎ ভট্টাচার্য (৩৫) । পুলিশ জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
সৌদিয়া পরিবহনের বাসটি ২৮ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম ইপিজেড থেকে কক্সবাজার যাচ্ছিল বলে জানান, পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা। দ্রুতগতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পূর্ব পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বাসটির নিচে চাপা পড়ে দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-
01/28/2023 47
-
01/25/2023 36
-
01/25/2023 93
-
01/20/2023 91
-
01/20/2023 212
-
09/19/2022 1405
-
12/19/2022 1040
-
07/12/2022 895
-
08/17/2022 757
-
12/01/2022 756
ফিচার নিউজ

রাউজান সংবাদ

জাতীয়

সাহিত্য

রাউজান সংবাদ

আন্তর্জাতিক
ফটো গ্যালারি


LEAVE A COMMENT