
জমিয়তুল ওলামা ক্বওমি মাদরাসা শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর পুরস্কার বিতরণ

কামরুল ইসলাম বাবু ঃ
রাউজান ডাবুয়া কান্দি পাড়া আরবিয়া ফয়জুল উলুম মাদরাসা মিলনায়তনে জমিয়তুল ওলামা ক্বওমি মাদরাসা বোর্ড চট্টগ্রামের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
১৭ অক্টোবর (সোমবার) বিকেলে মাদরাসার প্রতিষ্ঠাতা ও জমিয়ত বোর্ডের সহ সভাপতি জনাব আলহাজ্ব হাফেজ ফজলুল হকের সভাপতিত্বে ও জমিয়ত শিক্ষা বোর্ডের যুগ্ম মহাসচিব ও তথ্য প্রচার সম্পাদক মাওলানা ওসমান খলিলাবাদীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাটহাজারী আরবী বিশ্ব বিদ্যালয়ের শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ। বিশেষ ছিলেন জমিয়তের সিনিয়র সহ সভাপতি রাউজান সায়্যিদুস শুহাদা (রাঃ) মাদরাসার মুহতামিম মাওলানা ইউছুপ।
বক্তব্য রাখেন জমিয়ত শিক্ষা বোর্ডের অর্থ সচিব মাওলানা ক্বারী শহীদুল্লাহ, মহাসচিব মাওলানা কে. এম. আলমগীর মাসউদ আরবনগরী, জমিয়তের সাংগঠনিক সম্পাদক, পরীক্ষা নিয়ন্ত্রক, গশ্চি ইমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিউল আলম। জমিয়তের সহ সভাপতি ও সওদাগর পাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল গফুর, রাবার বাগান মাদরাসার মুহতামিম মাওলানা আবু সাঈদ, মোহরা মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা আমান উল্লাহ, কদুর খীল মাদরাসার নাজেম মাওলানা এহছানুল করিম, বদুপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুচ্ছমি, সচিব মাওলানা কলিমুল্লাহ, জমিয়তের সভাপতির ছাহেবজাদা মাওলানা মোহাম্মদ নেজাম উদ্দিন সিহাব, জমিয়তুল ওলামা ডাবুয়া ইউনিয়ন সভাপতি মাওলানা সাইফুল্লাহ, সুলতান নগর মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াছিন, বদুপাড়া মাদরাসার নাজেম মাওলানা মুফতী মাহমুদুল করিম, হাফেজ শোয়েব দক্ষিণ গহিরা, এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আগত ওলামায়ে কেরাম ও শিক্ষার্থীগণ প্রমূখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩৭ জন মেধাবী ছাত্রকে নগদ অর্থ পুরস্কৃত ও সনদ প্রদান করা হয়।

-
01/28/2023 47
-
01/25/2023 36
-
01/25/2023 93
-
01/20/2023 91
-
01/20/2023 212
-
09/19/2022 1405
-
12/19/2022 1041
-
07/12/2022 895
-
08/17/2022 757
-
12/01/2022 756
ফিচার নিউজ

রাউজান সংবাদ

জাতীয়

সাহিত্য

রাউজান সংবাদ

আন্তর্জাতিক
ফটো গ্যালারি


LEAVE A COMMENT