

বর্তমান সময়ের ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম সামান্থা রুথ প্রভু। দক্ষিণী নায়িকাদের মধ্যে পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রেও প্রথম সারিতে তার অবস্থান।
অভিনয়ের বাইরে সামাজিকমাধ্যম থেকেও মোটা অংকের টাকা আয় করেন সামান্থা। এবার অন্তর্বাস পোশাকে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে কোটি টাকার ওপরে পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী।
কিছুদিন আগে ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড লুইস ভুইশনের অন্তর্বাস পরে ক্যামেরাবন্দি হয়েছিলেন সামান্থা। এবার বৃটেনের বিলাসবহুল বারবেরি ব্র্যান্ডের বিকিনি পোশাকে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। সেই ছবিসহ ইনস্টাগ্রামে পোস্টের জন্য ৯০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮ লাখ টাকা) নিয়েছেন সামান্থা।
তেলেগু ডটকমও তথ্যটি নিশ্চিত করেছে। গণমাধ্যমটি আরো বলছে, সামান্থা প্রতি মাসে ইনস্টাগ্রাম থেকেই আয় করেন ৩ কোটি রুপি। এ থেকেই সহজেই অনুমান করা যায় সামাজিকমাধ্যমে বেশ প্রভাব রয়েছে তার।
আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’-এর ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ আইটেম গানে মাত্র ৩ মিনিট ৪৮ সেকেন্ড নেচেই ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সামান্থা।

-
07/01/2022 16
-
07/01/2022 158
-
06/25/2022 68
-
06/22/2022 528
-
06/22/2022 38
-
06/22/2022 528
-
06/21/2022 227
-
06/22/2022 199
-
07/01/2022 158
-
06/11/2022 103
ফিচার নিউজ

রাউজান সংবাদ

শিক্ষাঙ্গন

LEAVE A COMMENT