রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী কোভিট-১৯ আক্রান্ত
মীর আসলাম (রাউজান নিউজ) ঃ
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার পরীক্ষায় তার শরীরে কোভিট-১৯ পজেটিভ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবীর। সাংসদের ব্যক্তিগত সহকারি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল জানিয়েছেন রির্পোট পাওয়ার পর তিনি বাসা থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে আইসোলেশনে আছেন।
উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেছেন জাতীয় শোক দিবসের কর্মসূচি নিয়ে সাংসদ রাউজানে তিন দিন ব্যস্ততম সময় কাটিয়েছেন। এসময় তিনি শোক দিবসে দোয়া মাহফিল, আলোচনাসভা ও গরীর দুস্থদের খাবার বিতরণ করেছেন।
১৬ আগস্ট শরীরের তাপমাত্র বৃদ্ধি পেলে তিনি পরীক্ষা করেন। ১৭ আগস্ট রাউজান উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন সাংসদের রোগমুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। রাউজান উপজেলা জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ,যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুসহ অনেকেই। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে আজ ২৯ জনের নমুনা সংগ্রহ করে সাংসদসহ ৬ জনের করোনা পজিটিভ আসে।
Add comment