মোঃ হাবিবুর রহমান (রাউজান নিউজ)🌏
রাউজানে জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে
র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত”
চট্টগ্রামের রাউজানে জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে
অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের
সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ, উপজেলা
প্রকৌশলী আবুল কালাম, যুব ইউন্নন কর্মকর্তা শাহ-ই-জাহান, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এর আগে র্যালী বের
করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায়
উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় ইউএনও জোনায়েদ কবির সোহাগ বরেন, জন্মনির্বন্ধন প্রদানে জনপ্রতিনিধিদের সচেতন হতে হবে। যাতে রোহিঙ্গারা জন্ম নিবন্ধন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। রাউজানের দুটি
ইউনিয়নের চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়তির বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। জন্ম নিবন্ধন প্রদানের ক্ষেত্রে যাচাই-বাচাই করার আহবান জানিয়েছেন। আগামীতে জন্মনিবন্ধনের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা কাজ করবে বলেও জানান তিনি।
রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ
Add comment