মীর আসলাম(রাউজাননিউজ).
৯ জানুয়ারি শনিবার দিন আঁরার ফারাজ চৌধুরী রাউজান ইউনিয়নত আঁইবু। বেয়াকগুন সম মত আইয়েরে তেঁইরে বরণ গরি লইবা। ফারাজ আঁরারে লই বউত স্বপন দেকে, তেঁইর বাপ’র উন্নয়নর লগে নিজর চিন্দাধারা যোগগরি রউজানরে আরো সুন্দরগরিব। গ্রামত্তুন অসৎঅলররে দুউরাইবু। তোঁয়ারার মনর কথা তেঁই উনইতু চাইবু। বেয়াগুনে যার যার মনর হতা হইত পারিবা। তোয়ারার হন অশান্তি থাইলে মন খুলি তেঁইরে কইত পারিবা।
টিক সমত মা,বইন বায়াগুনরে লই আইরবা। তোয়ারলাই বয়ুনুর ব্যবস্থা থাইবু। বেয়াক ব্যবস্থা আঁরার চেয়ারম্যান জসিম উদ্দিন হিরু ভাই গরিবু। আঁরার বেয়াগুনুর আশা ফারাজ আঁরারেলই নিজর স্বপনর কথা জানাইব। আঁরা তেঁইর কথা মনদি উইননুম। বেয়াগুনে এককান সুখবর দিই। আঁরার আগামীর নেতা ফারাজ করিম। আঁরা তেঁইরে লই থাইক্কুম। আবার কইর ৯ তারিক আইবা কিন্তু।
রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী জ্যেষ্ঠপুত্র ফারাজ করিম চৌধুরী রাউজান উইনিয়নে আগামী নয় জানুয়ারি আসছেন। এখানে তার সম্মানে আয়োজন করা হচ্ছে বিশাল অনুষ্ঠান। এই আয়োজনকে সফল করতে গত ১৫ দিন থেকে প্রস্তুতি নিচ্ছেন ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু নিজের সংগঠন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে। সম্প্রতি এই প্রতিবেদকের সাথে এই কর্মসূচি নিয়ে কথা বলার সময় স্থানীয় এক বয়ষ্ক ব্যক্তি চেয়ারম্যানের কথা ফাঁকে এসব কথা বলছিলেন নিজের মত করে।
Add comment