মীর আসলাম.( রাউজাননিউজ) ঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জ্যৈষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে রাউজানে দোয়া মাহফিল আয়োজন করেছে রাউজান উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ। শহীদ শেখ কামালের জীবন চিত্র তুলে ধরে দোয়া মাহফিলে আলোচনা সভার সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব বলেন স্বাধীনতা যুদ্ধ শুরুর প্রাক্কালে বীর যোদ্ধা শেখ কামাল ভারতে গিয়ে এই দেশ থেকে সেখানে আশ্রয় নেয়া মুক্তিকামী মানুষকে সংগঠিত করতে বলিষ্ঠ ভুমিকা পালন করেছিলেন। তৎকালিন ভারত সরকার একজন রাস্ট্রনায়কের সন্তান হিসাবে তার থাকা খাওয়ার বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা রাখলেও তিনি ওসব সুযোগ সুবিধা ভোগ না করে সময় কাটিয়েছিলেন মুক্তিকামী মানুষের সাথে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেছেন শহীদ শেখ কামাল ছিলেন জাতির একজন সাহসী সন্তান। দেশ ও স্বাধীনতার জন্য তার বীরত্ব গাঁথা অবদানের পাশাপাশি তিনিই স্বাধীন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে প্রথম উদ্যোগ নিয়েছিলেন আবাহনী ক্লাব প্রতিষ্ঠা করার মাধ্যমে। এই ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ক্রীড়াঙ্গনে সূচনা হয়েছিল সোনালী দিনের।
৫ আগস্ট রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলের সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি মুছা আলম খান, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক হাসান মোহাম্মদ রাসেল, মুক্তিযোদ্ধা ইউছুপ খাঁন চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, তানভীর চৌধুরী, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহামুদ প্রমুখ। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব মাওলানা বোরহান কাদের আল কাদেরী।
Add comment