নিজস্ব প্রতিবেদক.রাউজান নিউজ: ২১জন প্রার্থীর প্রতিক বরাদ্ব। উত্তর রাউজানের বৃহত আমিরহাট বাজার ব্যবসায়ীদের নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্ব হয়েছে।
আজ ২২ফেব্রুয়ারী শনিবার সন্দ্যা ৭ টায় প্রার্থীদের উপস্তিতিতে প্রতিক বরাদ্বের কাজ সম্পন্ন করেন নির্বাচন কমিশন।
আগামি পহেলা মার্চ রোববার অনুষ্টিতব্য আমিরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে ২৫৯জন ভোটার তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নেতা নির্বাচন করবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে সভাপতি,সহ-সভাপতি,সাধারন সম্পাদক,সহ সাধারন সম্পাদক,সাংগঠনিক সম্পাদক,অর্থ সম্পাদক ও প্রচার সম্পাদক পদে নির্বাচন অনুষ্টিত হবে। সভাপতি পদে আলহাজ্জ মাওলানা আলী সিদ্দিকী প্রতিক( আনারষ ) ,মুহাম্মদ আবু রাশেদ রিমন( চেয়ার) ,নাসির উদ্দিন ইলিয়াছ( ছাতা),সহ-সভাপতি পদে জসিম মেম্বার( প্রজাপতি),নুরুল আলম সওদাগর( দোয়াত কলম ) ,সাধারন সম্পাদক পদে আবদু রশিদ স্বপন (টেলিভিশন),শেখ মুহাম্মদ জাহাঙ্গীর(চাকা ),আলহাজ্জ জয়নাল আবেদীন( সাইকেল ) ,
সহ-সাধারন সম্পাদক পদে মুহাম্মদ বেলাল হাসান( ফুটবল ) ,সুজন দে(কাঠাল), এস এম আক্তার( আম), মুহাম্মদ এমরান আলম(কলসি ), সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম মিন্টু( মোরগ ) , কল্লোল দেব(মই ), মুহাম্মদ মামুন মিয়া( টেবিল ) ,অর্থ সসম্পাদক পদে সুজন সেন( মাছ ) ,সাইফুল ইসলাম( টেবিল ফ্যান ), তসলিম উদ্দিন( গোলাফ ফুল ) ,জিয়াউল করিম( বই ) , প্রচার সম্পাদক পদে মুহাম্মদ নুর উদ্দিন সুমন( মোবাইল ) ,মুহাম্মদ শাহাজান( মাইক ) ।
নির্বাচন কমিশনের প্রধান এনামুল হক সওদাগর জানান প্রতিক বরাদ্বের পর থেকে স্ব স্ব প্রার্থীগন প্রচারনার কাজ চালাতে আর কোন বাঁধা নেই।
সরেজমিন দেখা গেছে প্রার্থীগন প্রতিক পাওয়ার সাথে সাথে প্রচারনায় নেমে পড়েছেন।
বার্তা সম্পাদক.আমির হামজা
Add comment