১৫ জুলাই রাউজানে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে উদ্বোধন হচ্ছে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার
মীর আসলাম (রাউজান নিউজ)ঃ
রাউজানের করোনা আক্রান্ত মানুষের চিকিৎসায় প্রস্তুত করে রাখা সুলতানপুর হাসপাতাল ১৫ জুলাই উদ্বোধন করা হচ্ছে। এদিন এটি উদ্বোধন করবেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে গঠিত চিকিৎসক প্যানেল এখানে চিকিৎসা সেবা দেবেন। বেসরকারি উদ্যোক্তাদের চিকিৎসক প্যানেলের প্রধান ডা. ফজল করিম বাবুল বলেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরে আলম দীন এর গঠিত সরকারি চিকিৎসক দলের সাথে সমন্বয় করে এই হাসপাতালে রোগিদের সেবা দেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেছেন সংকটকালে রাউজানের সুলতানপুর হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় দুই যুগ ধরে সুলতানপুর ৩১ শয্যার হাসপাতালটি জনবলের অভাবে একরকম পরিত্যাক্ত ছিল। এতদিন এটি পরিচালিত হয়ে আসছিল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সুযোগ সুবিধার আওতায়। করোনার এই মহাদুর্যোগে দেশে ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থার মধ্যে প্রথমে হাসপাতালটিকে আইসোলেশন সেন্টার করার উদ্যোগ নেয় রাউজানের এমপি পুত্র ফারাজ করিম চৌধুরী। এখানে তার চিকিৎসা সেবার এই উদ্যোগকে সফল করতে সহায়তা চান সংশ্লিষ্ট প্রশাসনের। আশ্বাস পেয়ে ফারাজ করিম তার ব্যক্তিগত উদ্যোগে করোনা রোগি চিকিৎসায় এখানে শয্যা সংখ্যা উন্নিত করেন ৫০ এ । প্রায় দেড় মাস ধরে প্রস্তুতির মাঝে তিনি হাসপাতালটির দুটি পরিত্যাক্ত ফ্লোরের সংষ্কার করে কোভিট-১৯ রোগির চিকিৎসায় পর্যাপ্ত অক্সিজেন সিলিণ্ডারসহ চিকিৎসা সরঞ্জাম সংযোজন করেন।
এই আইসোলেশন সেন্টার চালু করার প্রক্রিয়া জড়িত অন্যতম সমন্বয়ক উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেছেন করোনার এই মহামারিতে সুলতানপুর হাসপাতালে চিকিৎসা সেবাদান পরিকল্পনা করেছেন ফারাজ করিম চৌধুরী। একাজে অনুপ্রেরণা দিয়েছেন সাংসদ ফজলে করিম চৌধুরী। দুজনের প্রেরণায় ১৫ জুলাই এই হাসপাতালটি চালু করা হচ্ছে।
Add comment