কামরুল ইসলাম বাবু : প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পাড়ে একটি ক্ষতবিক্ষত অবস্থায় ডলফিন পাওয়া যায়। এটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেছে স্থানীয়দের।
শুক্রবার (৮ মে) সকালে রাউজানের উরকিরচর ইউনিয়নে জিয়া বাজার এলকায় ছায়ারচর নামক স্থানে এই ডলফিনটি পাওয়া য়ায়।
জানাযায় ডলফিনটির দৈর্ঘ্য ৫ ফুট ২ইঞ্চি এটির ওজন ৫২ কেজি। ডলফিনটির মাথা বরাবর আড়াআড়িভাবে এবং ঘাড় থেকে লেজ পর্যন্ত কাটা রয়েছে।
হালদা গবেষক ড. মনজুরুল কিবরিয়া জানিয়েছেন গত ২১ মার্চ ২৩তম ডলফিনের মৃত্যুর পর ১৮ দিনের মধ্যে এটি ২৪তম ডলফিনের মৃত্যু হয়। এইটি একটি হত্যাকান্ড। ধারণা করা হচ্ছে কোন জেলের অবৈধ জালে আটকা পরলে ডলফিনটিকে ডাঙ্গায় তোলা হয় এবং কেটে চর্বি নেয়ার চেষ্টা করা হয়। এই ঘটনাটি হালদা নদীর ডলফিন সংরক্ষণের জন্য একটি অশনি সংকেত বলে মনে করি।
আইডিএফ-এর কর্মী মিমু দাস এবং স্বেচ্ছাসেবক রওশনগীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত ডলফিনটি উদ্ধার করে গড়দুয়ারা এলাকায় নিয়ে আসে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মাটি চাপা দেয়া হয়।
Add comment