হালদায় রাউজান উপজেলা প্রশাসনের অভিযানে ৬টি ইঞ্জিন চালিত নৌকা ১টি ড্রেজার ধ্বংস
মীর আসলাম (রাউজান নিউজ)ঃ
দেশের প্রাকৃতিক মৎস্য ভাণ্ডার হালদা নদীর জীববৈচিত্র রক্ষায প্রশাসন কঠোর অবস্থান নিয়ে যান্ত্রিক নৌযান চলাচল ও বালু উঠানোর বিরুদ্ধে অভিযানে আছে।
৯ জুন মঙ্গলবার দুপুরে রাউজান উপজেলা প্রশাসনের পরিচালিত ধারাবাহিক অভিযানে ৬টি ইঞ্জিন চালিত বালুর নৌকা একটি ড্রেজার ধ্বংস করে দিযেছে। আগের দিন আরো একটি বালুর নৌকা ধ্বংস করা হযেছিল।
এই অভিযান চালানো হয় নদীর সর্তাখালের মোহনায়। এলাকার লোকজন জানিযেছে একদিনের অভিযানে একসাথে এতটি নৌকা ধ্বসের নজির আগে কোনো সময় ছিল না। হালদা তীরের মানুষ এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোানয়েদ করিব সোহাগ বলেছেন হালদায় মাছ ও জীববৈচিত্র রক্ষায আগামীতে আরো কঠোর অবস্থান নেবে প্রশাসন। প্রতিদিনই চালানো হবে অভিযান। তিনি নদীর পাড়ের মানুষের প্রতি আহ্বান জানান, সেখানে জালপাতা ও যান্ত্রিক নৌযান চলাচল করতে দেখবেন সেখান থেকে খবর দেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।
অভিযানে নির্বাহী কর্মকর্তা জোানয়েদ করিব সোহাগ এর নেতৃত্বে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর, আনসার ভিডিপি রাউজান অফিসার ইনচার্জ তারেক মুহাম্মদ প্রমূখ।
Add comment