শোক সংবাদ♦
হাজী আব্দু সবুরের ইন্তেকাল
রাউজান হলদিয়া আমিরহাট বাজার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছের পিতা,পশ্চিম এয়াছিন্নগর আব্দুল ওহহাব চেয়ারম্যান বাড়ীর আলহাজ্জ আবদু সবুর(৮০)শনিবার রাত দেড়টায় ইউএসটিসি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলায়হে রাজেউন।তিনি কয়েকমাস যাবৎ শ্বাস কষ্ট সহ নানা রোগে ভুগছিলেন।তিনি স্ত্রি,৪ছেলে,১কন্যা সহ অসংখ্য আত্মিয়স্বজন রেখে যান।আজ রোববার বেলা ২টায় নিজ বাড়ীর সামনে বিলে নামাজে জানাযা অনুষ্টিত হবে।মরহুম আবদু সবুর চট্টগ্রাম নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের খতিব আলহাজ্জ আল্লামা আবু আহাম্মদ আল আযহারীর পিতা হন।
Add comment