রাউজান ব্যুরো ♦ গাউছিয়া হক কমিটির ইফতার মাহফিল অনুষ্টিত। মাইজভান্ডার গাউছিয়া হক কমটি রাউজান হলদিয়া শাখার ব্যাবস্থাপনায় মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সোমবার রুস্তম ফকির জামে মসজিদে খতিব আলহাজ্ব মাওলানা জিলহাজ্ব উদ্দিন আত্তারির সভাপতিত্বে অনুষ্টিত হয়। শাখার সেক্রেটারী এস এম কুতুব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।
উপস্থিত ছিলেন থানা শাখার কর্মকর্তা নাজিম উদ্দিন কালু, হলদিয়া শাখার সভাপতি খাইরুল বশর,সৌদি প্রবাসি এস এম জিয়াউল্লাহ,মোহাম্মদ সাকিল,প্রবাসি শেখ জাফর,শায়ের মাওলানা বোরহান,মুহাম্মদ বাবুল হারুন,মুহাম্মদ রফিক ফকির, মাওলানা জাকের,শেখ সাজ্জাদ হোসেন,মুহাম্মদ বাদশা মিয়া, শেখ সাহা আলম, মুহ্ম্মদ হারেছ, মুহাম্মদ ফরহাদ, মুহাম্মদ ইব্রাহিম,মুহাম্মদ তুসার,মুহাম্মদ মুজাম্মেল,মোহাম্মদ রহমত,মুহাম্মদ হাসেম,হাফজ মুহাম্মদ ইয়াছিন,হাফেজ মুহাম্মদ নাঈম উদ্দীন প্রমুখ। মিলাদ ও আখেরী মোনাজাত করেন মাওলানা জিলহাজ্ব উদ্দিন আত্তারী।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment