মাওলানা দিদারুল আলম (রাউজান নিউজ)
রাউজানে হলদিয়া হযরত খাজা গরিবে নেওয়াজ (রঃ) স্মৃতি সংসদ এর ব্যবস্থাপনায় ১৬ তম বিশাল সুন্নী সম্মেলন ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগঠক গর্জনীয়া রহমানিয়া ফাজিল মাদরাসার আরবী মুদাররিছ আল্লামা মুহাম্মদ জাফর আলম নুরী, ফুজুর বাড়ী আল আমিন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হোসেনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু করা মাহফিলে প্রধান বক্তা ছিলেন লালিয়ার হাট রাজ্জাকিয়া হোসাঈনিয়া মাদরাসার অধ্যক্ষ রাবেতায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মহাসচিব আল্লামা ইকবাল হোসেন আল-ক্বাদেরী, এতে বিশেষ বক্তা ছিলেন ছিফাতলি ক্বাদেরীয়া মুঈনীয়া কামিল এম.এ মাদরাসার আরবী প্রভাষক হযরতুল হাজ্ব আল্লামা মূঈন উদ্দীন খাঁন মামুন আলক্বাদেরী, মাহফিলে বিশেষ আলোচক ছিলেন খিরাম ক্বাদেরীয়া মুঈনীয়া দাখিল মাদরাসার আরবী শিক্ষক মাওলানা দিদারুল আলম আল-ক্বাদেরী। সংগঠনের সহ সভাপতি মাওলানা মামুন উদ্দিন আত্ত্বারী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদীয়া সুন্নীয়া আলীয়ার শিক্ষার্থি শায়ের মাছুমুর রশিদ আল-ক্বাদেরী
মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এটিএম আলমগীর হোসাইন হোসাইনী, মাষ্টার শামসুল আলম, এম,ইদ্রিস,সিকদার বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আবু তাহের রুস্তম শাহ জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আন্তিকাজী চৌধুরী বাড়ী জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ বেলাল উদ্দিন, বাইতুন নুর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন আলক্বাদেরী, চৌধুরী বাড়ী জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাহাবুবুল আলম,
ইউপি সদস্য মুহাম্মদ আলী,মাওলানা মামুন প্রমুখ।
সম্মেলনের আগে আয়োজকদের ব্যবস্থাপনায় স্থানীয় সামাজিক সংগঠন সমূহের নেতৃত্বে বিশাল মোটর র্যালি বের করা হয়।
Add comment