রাউজান ব্যুরো ♦
হলদিয়ায় নৌকা নৌকা স্লোগানে মুখরিত। রাউজানের হলদিয়া ইউনিয়নে মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর সমর্থনে নৌকা নৌকা স্লোগানে মুখরিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল থেকে ৯টি ওয়ার্ডের নেতা কর্মি,সমর্থক,সাধারণ জনগন প্রতিটি ওয়াডের মিসিলে শামিল হয়ে মিছল করে করে আমিরহাট এয়াছিনশাহ কলেজ ময়দানে জড়ো হয়। সেখানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলামের সভাপতিত্তে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্টিত হয়।ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সোলায়মান মাষ্টার,এস এম বাবর,আব্দুল মোমেন চৌধুরী,রুনু ভট্টচার্য,আব্দুল করিম মাষ্টার,আলহাজ্জ মাহবুবুল আলম,আলহাজ্জ মুনসুর আলী,উপজেলা চেয়ারম্যান পুত্র আবরার ইয়াছিন তৌকি, যুবলীগ নেতা মনসুর আলম,হাসান মুরাদ রাজু,তসলিম উদ্দিন,ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী,মোহাম্মদ জাবেদ, আলী হাসান শান,আব্দু রহমান রবি। উপস্তিত ছিলেন তৌহিদুল হায়দার চৌধুরী, জালাল আহমেদ,মুহাম্মদ আবু জাফর সিকদার,সরোয়ার উদ্দিন,শামসু মাষ্টার,শাহাব উদ্দীন,মুহাম্মদ আলী মেম্বার,আবু ছৈয়দ রেহান, মুহাম্মদ মুসা,রফিক চৌধুরী,নাসির মেম্বার,মুহাম্মদ ইউসুপ,এস এম হারুন,জাহাঙ্গীর আলম,মিলন বড়ুয়া,নুরু সর্দার,উত্তরসর্তা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নিজাম উদ্দিন,তৈমুর চৌধুরী যুবলীগ নেতা মুহাম্মদ সাইফুল ইসলাম, তসলিম উদ্দিন,জাহেদুল আলম হিরু,জয়নাল, আমীর হোসেন,আবছার,সাবের,আয়ুব সিকদার,আলমঙ্গীর,বাবর,খোকন,শওখত,ইমরান,জয়নাল,ছাত্রলীগনেতা মনসুর আলম,পেয়ারু,রিয়াদ,নেজাম,নুরুল আমিন,রুবেল,শাহাদত হোসেন,সাইফুল ইসলাম প্রমুখ।সভাশেষে বিশাল মিছিল আমিরহাট বাজার প্রদক্ষিন করে ব্রীজঘাটায় গিয়ে শেষ হয়।পরে ব্যাক্তিগত উদ্দ্যোগে প্রায় তিন হাজার মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করেন তরুন সমাজ সেবক দানবীর হলদিয়ার মুহাম্মদ মুছা।
Add comment