মীর আসলাম.(রাউজাননিউজ)ঃ
রাউজানের হলদিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত ও এবিএম ফজলে করিম চৌধুরী এমপি পক্ষে ভি.জি.এফ চাউল বিতরণ করা হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার এই চাউল বিতরণ করা হয় হলদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও পরিষদের সচিব মাহাবুল আলমের সঞ্চালনায় চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেনায়েদ কবির সোহাগ বলেন দেশের প্রধানমন্ত্রী করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকে সারা দেশের মানুষের জন্য বিভিন্ন ভাবে খাদ্য সহায়তা দিয়ে আসছেন। এখনো তা অব্যাহত রেখেছেন। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে বি.জি.এফ কার্ডের মাধ্য চাউল বিতরণ করা হচ্ছে। এছাড়া রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী ও সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরীর ব্যবস্থাপনায় এই রাউজানে ৭০ হাজার পরিবারে খাদ্য সহায়তা দিয়েছেন। এখনো সহায়তা দেয়া হচ্ছে। তিনি পশুর বাজার ও ঈদ জামাতে স্বাস্থ্য বিধি মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ইউপি সদস্য সরোয়ার হোসেন, সম্ভু মজুমদার, মহিলা ইউপি সদস্যা রুজী আক্তারসহ আরো অনেকেই ।
Add comment