মীর আসলাম(রাউজাননিউজ) ঃ
রাউজানের কৃতি সন্তান মহামারি করোনার বিরুদ্ধে মাঠের যোদ্ধা মানবতাবাদী রাজনীতিক, স্ট্যান্ডার ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান শিল্পপতি এস এ এম হোসাইন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বর্তমানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির এই সদস্য ও ফজলে করিম চৌধুরী ফাউÐেশনের অন্যতম উপদেষ্টা। তিনি করোনা কালে তরুন রাজনীতিক ফারাজ করিম চৌধুরীর সংগঠন সেন্ট্রাল ভয়েজ অব রাউজান এর সাথে সক্রিয় ছিলেন ত্রাণ বিতরণ কাজে।
মানবিক কর্মকাÐে সক্রিয় থাকা এই করোনা যোদ্ধা করোনা সংক্রামিত হওয়ার সংবাদে তার এলাকার মানুষ তার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল করছেন। ৫ অক্টোবর এই শিল্পপতির ্য রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও খতমে কোরআনের আয়োজন করেছে নোয়াপাড়ার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। নোয়াপাড়া পথেরহাট ভ‚মি অফিস জামে মসজিদে আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা স.ম.মঞ্জুর হোসেন, কৃষকলীগ নেতা আবুল বশর বাবুল, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, ফজলুল হক মেম্বার,ডা.জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলমগীর,উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,যুবলীগ নেতা ফজল কাদের,মোহাম্মদ ইউছুপ, লিয়াকত আলী, মাস্টার হাসান, মো ঃ দিদারুল আলম,ব্যাংঙ্কার ইমতিয়াজ হোসেন, ব্যাংঙ্কার মফজল হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। দোয়া মহাফিল ও খতমে কোরআন ও মুনাজাত পরিচালনা করেন নোয়াপাড়া পথেরহাট ভ‚মি জামে মসজিদের খতিব মাওলানা জিল্লুর রশীদ ফারুকী ও মাওলানা কাজী মাহমুদুল হক আল কাদেরী।
Add comment