নিজস্ব প্রতিবেদক🔴 সোনার বাংলা বিনির্মাণই ছিল বঙ্গবন্ধুর আমৃত্যু স্বপ্ন। রাউজান সাহিত্য পরিষদের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালি, স্বাধীনতার স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘ বঙ্গবন্ধু : জীবন ও কর্ম ’ শীর্ষক আলোচনা সভা গত ১৭ আগস্ট শনিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় আলোচনা সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন
জিয়াউর রহমান, আহমেদ সৈয়্যদ, সৈয়্যদ আবদুল্লাহ রশিদী, মোজাহের আলম, কামাল উদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সাইমন, শিব নারায়ন চৌধুরী, কাজী মোহাম্মদ শিহাবুদ্দিন,আরফাত হোসাইন, সংগঠক রাসেল রানা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়ে বাঙ্গালির কাছে পৌঁছে দেন পরাধীনতার শিখল ভাঙ্গার মন্ত্র। সমাজ ও পরিবেশ তাকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম করতে শিখিয়েছে, তাই পরবর্তী জীবনে তিনি কোনো শক্তির কাছে, সে যত বড়ই হোক, আত্মসমর্পণ
করেননি; মাথানত করেননি।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে যারা এ দেশকে একটি অকার্যকর, ব্যর্থ রাষ্ট্র বানাতে চেয়েছিল তাদের এই হীন প্রচেষ্টা ভূলুন্ঠিত করে বিশ্বের বুুকে একটি উন্নয়নের মডেল রাষ্ট্র হিসেবে গড়ে তোলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের মতো বঙ্গবন্ধুর খুনীদের বিচারের মধ্য দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করা হোক।
রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ
Add comment