রাউজাননিউজ ডেক্স.
গাউসুল আজম মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী ( কঃ) এর ১১৫ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে রাউজানের বশিদাপাড়ায় মিলাদ ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর বুধবার বাদে মাগরিব,স্থানীয় অলি মিয়ার বাড়িতে অনুষ্ঠিত এই মাহফিল আয়োজন করে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখা। মুহাম্মদ আবদুল সত্তারের আয়োজনে এই মাহফিলে সভাপতিত্ব করেন আবদুল নবী মেম্বাার।
মাওলানা মহিম উদ্দীনের পরিচালনায়, এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান গহিরা কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ নূরচ্ছাপা, প্রধান আলোচক ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিউল আলম। বক্তব্য রাখেন,কদল পুর শাহ সুলতান জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ জামাল উদ্দীন, মোহাম্মদ সাদিকুজ্জামান শফি, মোহাম্মদ আনিসুল খান মোহাম্মদ জয়নাল আবেদীন, আবুল খায়ের, আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক চৌধুরী, মোহাম্মদ কাজী আসলাম, মাওলানা মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, নাছির উদ্দীন, রাশেদ তালুকদার,মাওলানা নিজাম উদ্দীন, আরিফ উদ্দিন, মোহাম্মদ কালু, মোহাম্মদ বাবর, মোহাম্মাদ তারেক উদ্দিন প্রমূখ ।
Add comment