আমির হামজা.(রাউজান নিউজ) 🌏
“সৈয়দ আবদুল জব্বার সোহেল আওয়ামীলীগের সদস্য নির্বাচিত”
রাউজান উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সদস্য নির্বাচিত হয়েছেন রাউজান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ১২ উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল।
শনিবার উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি রাউজান উপজেলা আওয়ামীলীগের এই সদস্য পদে নির্বাচিত হয়।
জানা যায়, দীর্ঘ রাজনীতি জীবনে সংগ্রাম করেছেন তিনি, শুরুতে বাংলাদেশ ছাত্রলীগ রাউজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণের তিনি এক মাত্র সুসংগঠিত যুগোপযোগী এক ছাত্রলীগের আইডল ছিলেন। রাজনীতি জীবনে রাউজানের মানুষের শান্তির জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বার বার বিএনপির সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়েছিলেন তিনি। রাউজান যখন বিএনপির সন্ত্রাসী বাহিনীরা লোট-পাট আর সাধারণ মানুষকে নির্যতন আর চাঁদা-বাজী মানুষ হত্যাসহ নানা অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছিল। তখনই রাউজানের মানুষের ও আওয়ামীলীগের সু-রক্ষাতে নিজের জীবন বাজী রেখে সংগ্রাম করতে গিয়ে সাকা-গিকার গঠিত সন্ত্রাসী বাহিনীর হামলা ও মামলার শিকার হয়েছে তিনি বহুবার।
এদিকে সৈয়দ আবদুল জব্বার সোহেল আওয়ামীলীগের সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে তাঁকে।
Add comment