নিজস্ব সংবাদদাতাঃ সাংবাদিক প্রদীপ শীলের বাসা চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান থানা পুলিশ। ১৪ মার্চ দুপুর ১২টার দিকে রাউজান থানার এস আই শাহাদাত হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল এই ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ চোরের দলের ফেলে যাওয়া বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। পুলিশ সাংবাদিক প্রদীপ শীল ও তার পরিবারের সাথে চুরির ঘটনার বিষয়ে আলোকপাত করেন। এছাড়া পুলিশ স্থানীয় লোকজনের সাথেও কথা বলেন।
জানা যায়, ১১ মার্চ বুধবার দিবাগত রাতে চুরির ঘটনাটি ঘটে। ঐদিন রাতে সাংবাদিক দম্পতি নগরীর একটি বিয়ের অনুষ্ঠানে ছিল। রাত আনুমানিক একটার দিকে তারা বাড়ি ফিরে দেখেন চোরের দল তখনও ঘরে চুরির তাণ্ডব চালাছে। এসময় সাংবাদিক দম্পতি ঘরের বাহিরে শোরচিৎকার করলে চোরের দল পালিয়ে যায়। তখন বাড়ির লোকজন এসে চোরের পিছু দাওয়া করে।
চুরির ঘটনা প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা মীর হোসেন বলেন, চুরির ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার করা হবে। সাংবাদিকের ঘরে চুরির ঘটনাতে অংশ নেয়ারা পেশাদার চোর বলে মনে হচ্ছে না। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। হতে পারে কোন নেশাগ্রস্থ লোকজন এটার সাথে জড়িত থাকতে পারে বলে আমরা প্রাথমিক ভাবে মনে করছি।
উল্লেখ্য, পুলিশ আলামত হিসাবে চোরের ফেলে যাওয়া জেকেট, জুতা, সিগেরেট, লৌহার রটসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।
বার্তা সম্পাদক.আমির হামজা
Add comment