রাউজাননিউজ ডেক্সঃ
রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মরহুম আহমদ সিদ্দিক এর স্মরণে আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেন গুনি মানুষের মৃত্যু হয় না। যারা সমাজের মানুষের কল্যাণে কাজ করে যায় তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে।
২৮ ফেব্র“য়ারি বুধবার উত্তর গুজরা বায়তুল উলুম মাদরাসার হল রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ আজিজুল হক আল কাদেরী। প্রধান অতিথি ছিলেন আবদুস সালাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুস সালাম। প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব হাফেজ রুহুল আমিন, মরহুমের জীবনীর উপর আলোকপাত করে বক্তব্য রাখেন এলাকার সাবেক চেয়ারম্যান নুরুল হক মোহাম্মদ নাছির উদ্দিন, মেম্বার আবদুল মালেক, হাজী আহমেদুল হক, সৈয়দ আহমদ, আবু তাহের, সেলিম ছিদ্দিকী। স্মরণ সভা আয়োজনের জন্য মরহুমের পুত্র প্রকৌশলী আনোয়ারুল আজিম ছিদ্দিকী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষক মোহাম্মদ জনির সঞ্চালনায় অনুষ্ঠানে হযরত আবু বক্কর ছিদ্দিকী(রাঃ) এর ফাতেহার আয়োজন করা হয়।
Add comment