শিক্ষার্থীরা ঘরে বসে লেখাপড়া করছেন কিনা তদারকির নির্দেশ- ফজলে করিম চৌধুরী এমপি
মীর আসলাম (রাউজান নিউজ) :
করোনার কারনে বন্দ্ব হয়ে যাওয়া স্কুলের শিক্ষার্থীরা তাদের ঘরে বসে লেখাপড়া করছেন কিনা তা শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি সহ সদস্যদের তদারকি করতে আহবান জানিয়েছেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।
তিনি রাউজান উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের সাথে স্কুলের উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে মতবিণিময় সভায় এ কথা বলেন।
১২ জুন শুক্রবার সকালে রাউজান উপজেলা পরিষদ হলে অনুষ্টিত মত বিণিময় সভায় সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।
রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুসের সঞ্চলনায় অনুষ্টিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।
সভায় করেনা ভাইরাস প্রতিরোধে সকল শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটর সভাপতি ও সদস্যদের এগিয়ে আসার আহবান জানান সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী।
Add comment