মীর আসলাম (রাউজান নিউজ):
রাউজানে গুরুত্বপূর্ণ চারটি স্থানে মহান মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে চারটি স্মৃতিসৌধ নির্মাণ করবে চট্টগ্রাম জেলা পরিষদ।
জেলা পরিষদ সদস্য ও রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব জানিয়েছেন, ইতিমধ্যে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের রাউজানের চারটি স্থান নির্বাচন করা হয়েছে। স্থান গুলো হচ্ছে চট্টগ্রাম রাঙামাটি সড়কের গোদার পাড়( গিরিছায়া), চট্টগ্রাম প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয় সামনে, কাগতিয়া মাদ্রাসার সামনে, অপরটি হবে আমির হাটে। প্রতিটি স্মৃতিসৌধ নির্মাণে ব্যয়ে করা হবে ৩৫ লাখ টাকা।
শহীদ মুক্তিযোদ্ধা মুছা খাঁন এর নামে স্মৃতিসৌধ হচ্ছে রাউজানের কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদ্রাসা সামনে।

১২ সেপ্টেম্বর শনিবার সকালে কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসা সামনে শহীদ মুক্তিযোদ্ধা মুছা খাঁন এর নামে স্মৃতিসৌধ নির্মাণের স্থান পরিদর্শন করেন পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুউদ্দিন আরিফ।
Add comment