নিজস্ব প্রতিবেদক ♦ লায়ন্স ক্লাব এর সহযোগিতায় রাউজান ফারুক-সালমা ফাউন্ডেশনের চক্ষু শিবির। লায়ন্স ক্লাব অব চিটাগাং গ্রিন সিটি উদ্যোগে ও রাউজান পটিয়াপাড়া ফারুক-সালমা ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত এক ফ্রি চক্ষু চিকিৎসা সেবাদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজ সেবী চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরী সিআইপি বলেছেন ফারুক-সালমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাগণ সমাজের অসহায় মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে প্রতিবছর চিকিৎসা সেবা ও মানব কল্যাণে যেভাবে কাজ করে আসছে, তাদের একাজের মাধ্যমে হাজার হাজার অসহায় মানুষের চোখে দৃষ্টি ফিরে পাচ্ছে। পাশাপাশি মানব সেবায় আত্মনিয়োগ করে পরকালের শান্তি নিশ্চিত করছেন।
৩০ মার্চ পটিয়াপাড়ায় এ উপলক্ষে আয়োজিত চক্ষু চিকিৎসাদান সেবা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজ সেবক পাইওনিয়ার হাসপাতালের পরিচালক আলহাজ্ব এস এম শফি। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিুরুল ইসলাম, পদ্মা ওয়েলের সাবেক কর্মকর্তা আলহাজ্ব হামিদুল হক। বক্তব্য রাখেন সমাজ সেবক নুরুল আমিন চৌধুরী,সি এম মাহমুদ, মোহাম্মদ আলী, ইউছুপ সিকদার,ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ,জাফর আহমদ, সাবের আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
এদিন ফাউন্ডেশনের পক্ষে ছয় পরিবারের হাতে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। চিকিৎসা সেবাদান করা হয় এক হাজার নারী পুরুষকে। চশমা দেয়া হয় সাত’শতজনকে। জানা যায়, এখানে আগত চক্ষুরোগীদের মধ্যে যাদের চোখের অপারেশন দরকার হবে তাদেরকে ফাউন্ডেশনের খরচে অপারেশন করার ব্যবস্থা করবে। প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফরিদ আহমদ জানায়, বিগত আট বছর থেকে তাদের ফাউন্ডেশন প্রায় আট হাজার মানুষকে চিকিৎসা সেবা করেছেন। ভবিষতে এর পরধি বৃদ্ধি করা হবে। এখানে চিকিৎসা সেবায় ছিলেন লায়ন্স ক্লাবের পক্ষে চিকিৎসকগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এলাকার একটি মসজিদ, একটি স্কুল এর উন্নয়নে ১০ লাখ টাকা ও ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ডের জন্য পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করেন।
রাউজান নিউজ/অামির হামজা, বার্তা বিভাগ
Add comment