মীর আসলাম(রাউজাননিউজ) ঃ
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এই দুঘর্টনাটি ঘটে গত ১৮ ফেব্রæয়ারি বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই সড়কের ইছাখালী জেলে পাড়া এলাকায়। ওই দিন হাসপাতালে নেয়ার পথে মামুন(২৪) নামের একজন মারা গেলেও গতকাল শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আহত যুবক মো. সাঈদ আব্দুল্লাহ (২০)। নিহত আব্দুল্লাহ রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড হাজীবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং মো. মামুন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া চাঁনগাজী বাড়ি এলাকার রেজাউল করিমের পুত্র। নিহতরা পরস্পরের মামাতো-ফুফাতো ভাই।
উল্লেখ্য গত বৃহস্পতিবার দুপুরে একটি বিয়ে অনুষ্ঠানে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে তাদের মোটর সাইকেলের সাথে একটি প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয়। এই ঘটনায় দুজনেই মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মারা যায় মামুন। সর্বশেষ গতকাল মারা গেলেন আব্দুল্লাহ।
রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মো. মাহবুব মিল্কি জানান, থানায় মামলা হয়েছে। প্রাইভেট কার ও মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে।
Add comment