অামির হামজা (রাউজান নিউজ) ♦
রাউজান-৬ আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার জয়। চট্টগ্রামের রাউজান-৬ আসনে আ’লীগের মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৩১ হাজার ৪৪২ ভোট। ফজলে করিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী জসিম সিকদার তিনি ধানের শীষ নিয়ে পেয়েছেন ২ হাজার ২৮ ভোট।
এবং ইসলামী আন্দোলনের হাতপাখা প্রার্থী আব্দুল আলী তিনি পেয়েছেন ১ হাজার ৪ শত ১৭ ভোট।
রাউজানের ভোটের অাসনটিতে ৮৪ টি কেন্দ্রে মোট ভোটার ছিল ২ লাখ ৭০ হাজার ৭৬০ জন। মোট ভোট সংগ্রহ হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৬৬ জনের।
সকাল থেকে সারা রাউজানে শান্তি পুর্ন পরিবেশে ভোট হয়েছে, সকাল থেকে ভোট দিতে মানুষের বেশ অাগ্রহ দেখাগেছে, নির্বাচন কে ঘিরে ভোটার ও সমর্থদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। নির্বাচনে সহিংশতার আশংখায় র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি’র সমন্নয়নে ব্যাপকন নিরাপত্তা নেয়া হয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট প্রদান করছে। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিত ছিলে বেশি।
Add comment