মোঃ হাবিবুর রহমান (রাউজান নিউজ)ঃ রাউজান ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দোকানে জরিমানা।
চট্টগ্রামের রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি দোকান থেকে জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৪টায় রাউজান পৌরসভার জলিলনগর এলাকায় অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
অভিযানে জলিলনগরের আজমীর হোটেল অ্যান্ড বিরানী হাউজকে ৫ হাজার টাকা ও জমজম
ঔষধ ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় জলিলনগরের সবকটি ঔষধের দোকান বন্ধ করে দোকান মালিকরা পালিয়ে যায়।
এই প্রসঙ্গে রাউজান্ উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, জম জম ঔষধের দোকানে অভিযান পরিচালনার সময় জলিল নগরের সবকটি ঔষদের দোকান বন্ধ করে মালিকরা পালিয়ে গেছে। ধারণা করছি দোকানগুলোতে মেয়দোত্তীর্ণ ও অবৈধ ঔষধ রয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
রাউজান নিউজ. আমির হামজা. বার্তা বিভাগ
Add comment