মীর আসলাম (রাউজান নিউজ)ঃ
রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী পৌরসভার বিনাপ্রতিন্দ্বিতায় নির্বাচিত হতে চলা মেয়র কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেছেন বিগত ১০ বছর ধরে রাউজান পৌরসভা অকার্যকর ছিল। পৌরবাসী কাংঙ্খিত সেবা পায়নি। এখন বিনাপ্রতিন্দ্বিতায় যারা নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করবে তারাই অতীতে সকল বদনাম ঘুচিয়ে একটি সুন্দর পরিচ্ছন্ন সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে রাউজান পৌরসভাকে দাঁড় করাতে হবে।
এসময় নির্বাচিত হতে চলা মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন রাউজানের অভিভাবক হিসাবে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী যেভাবে নিদ্দেশনা প্রদান করবেন, পৌর পরিষদ সেভাবে কাজ করে রাউজান পৌরসভার ভাবমুর্তি উজ্জ্বল করার চেষ্টা করবেন। বিজয়ী হতে চলা পৌর পরিষদের মেয়র কাউন্সিলরগণ গত বৃহস্পতিবার রাতে সাংসদের শহরস্থ বাসায় যান ফুল নিয়ে। এসময় উপস্থিত ছিলেন মেয়র ছাড়াও ১২ নারী পুরুষ কাউন্সিলর ।
Add comment