মীর আসলাম (রাউজান নিউজ):
রাউজান পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে নামার প্রত্যাশায় দলের চার নেতা আওয়ামী লীগের দলিয় কার্যালয় থেকে মেয়র পদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
২৫ জানুয়ারি সোমবার পর্যন্ত ফরম সংগ্রহীদের মধ্যে তিনজন ফরমের নির্ধারিত চক পূবণ করে দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন। অপরজনের নামে ফরম সংগ্রহ করা হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত তা জমা দেননি।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যে তিনজন ফরম জমা করেছেন তাদের মধ্যে আছেন উপজেলা যুবলীগ সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি শফিকুল ইসলাম চৌধুরীর পুত্র সাইফুল ইসলাম চৌধুরী রানা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ইয়াছিন মাহমুদ। তারা সকলেই ফরম জমা করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বর্তমান মেয়র দেবাশীষ পালিত তার পক্ষে ফরম সংগ্রহ করা হয়েছে বলে স্বীকার করলেও তা জমা দেয়া হয়নি বলে জানান।
এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হবে ইভিএম এর মাধ্যমে।
উল্লেখ্য যে, ইতিপূর্বে রাউজান উপজেলা ও পৌর আওয়ামীলীগ বর্ধিত সভা করে তৃণমূলের একমাত্র মেয়র প্রার্থী হিসাবে জমির উদ্দিন পারভেজ এর নাম জেলা কমিটির কাছে পাঠিয়েছিলেন।
এদিকে রাউজান পৌর নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানিয়েছেন মঙ্গলবার তার অফিস থেকে প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিতরণ শুরু করবেন।
Add comment