মো: হাবিবুর রহমান.রাউজান নিউজ: রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশেনায় রাউজান উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসানের সহযোগিতায় রাউজান পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে পৌর এলাকার বিভিন্নস্থানে করোনা ভাইরাসের কারণে ঘরে অবস্থানরত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় এ চাল, ডাল, চিরা, আলু, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ছাত্রলীগের সভাপতি অনুপচক্রবর্তী, ৮ নং ওয়াড ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন জীবন, ৮ নং ওয়াড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির, আনিস প্রমূখ। রাউজান পৌরসভার ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, রাউজান থেকে বার বার নির্বাচিত জনন্দিত নেতা এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে আমরা এই কর্মসূচী পালন করেছি। করোনা পরিস্থিতিতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বার্তা সম্পাদক.আমির হামজা
Add comment