নিজস্ব প্রতিবেদক.রাউজান নিউজ: রাউজান পৌরসভার ৬ নং ওয়ার্ডের সামাজিক সংগঠনের সাথে স্যোশাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান” মতবিনিময় সভা অনুষ্টিত। স্যোশাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর সাথে পৌরসভার ৬ নং ওয়ার্ডের সামাজিক সংগঠনের মতবিনিময় সভা আহবায়ক মহিউদ্দিন ইমন এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-আহবায়ক দিদারুল আলম,আহমেদ সৈয়দ,উদ্বোধক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম।
সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারন সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব এর উপস্থপনায় সভায় বক্তব্য প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশ গুপ্ত,দিপু কুমার চক্রবর্তী, এডভোকেট সৌমিত্র ভট্রাচার্য, অমল কান্তি দাশ,ডভোকেট নিলয় দে,সৃজন দাশ গুপ্ত, বরুন কান্তি দাশ,বিভাস রায়,মিলন দাশ, মহিউদ্দিন জামাল চিশতী,রাসেল রানা,ইকবাল হোসেন,ইফতেখার মাহমুদ মুন্না,আরফান গনী ফাহিম, রাইমুল ইসলাম,জনি দাশ,রাহুল দাশ,সাব্বির সিকদার,মোঃ মোরশেদ,ওচমান গনী,পারভেজ, মিজান,বাবর প্রমূখ।সভায় প্রায় ১৭ টি সংঘটনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Add comment