এম অারফাত হোসাইন (রাউজান নিউজ) ♦
রাউজান পৌরসভাতে ফজলে করিমের পক্ষে গণসংযোগ। রাউজানে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পৌরসভার ৪ ও ৭ ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় মহাজোট মনোনিত নৌকা প্রতীক প্রার্থী ফজলে করিম চৌধুরীর পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা।
পৌরসভার জানালীহাট, দায়রা ঘাটা, মুন্সিরঘাটা, ফকিরহাট, আদালত ভবন, শাহনগরের বিভিন্ন স্থানে ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগে নেতৃত্বদেন রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহজাহান, সহ-সভাপতি নাঈম ইসলাম, অর্থ সম্পাদক তসলিম উদ্দীন, কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, কাউন্সিলর শওকত হাসান, পৌর যুবলীগের সভাপতি হাসান, মো. রাসেল, সহ-সভাপতি মঈনুদ্দীন মোস্তফা, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, রাউজান সমিতি দুবাই সভাপতি খোরশেদ আলম, সমাজসেবক মনছুর আলম, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খাঁন, জয়নাল, এরশাদ, জিকু দত্ত, আশরাফ চৌধুরী, আদনান রিয়াদ প্রিতম বড়ুয়া সহ অনেকে।
Add comment