রাউজান নিউজ ডেক্স॥
রাউজানের পাহাড়তলীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পাহাড়তলী শেখপাড়া দিবারাত্রি শর্টপিছ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা। ৫ ডিসেম্বর (শনিবার) রাত ৯ টায় এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ‘আমরাই চ্যাম্পিয়ন ক্রিকেট একাদশ’ ৭ উইকেটে পাহাড়তলী বনফুল এন্ড কোং ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন। পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবীর সভাপতিত্বে ও ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী হাছান নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবধিত অতিথি ছিলেন সমাজ হিতৈষী শেখ নবী। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সুজন মল্লিক, পাহাড়তলী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস.এ.এম রুবেল, উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সহ সভাপতি এস.এম. নুরুল আজিম, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন ওয়াহিদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. তারেক, গাজী মো. ইমন, মো.রাসেল চৌধুরী ও মো. রবিউল ইসলাম প্রমুখ। খেলা পরিচালনায় ছিলেন নঈম উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম মুন্না ও মো. আবিত। সভা শেষে চ্যাম্পিয়ন দলকে নগদ সাত হাজার টাকা ও ট্রফি এবং রানারআপ দলকে নগদ চার হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়া মুজিব শতবর্ষ উপলক্ষ্যে একশ কিশোর দর্শককে পরিবেশ বান্ধব ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
Add comment