মো:আরাফাত হোসেন. রাউজান নিউজ: রাউজান নোয়াপাড়ায় অাজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত ।
পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে নোয়াপাড়া সামবলীর বাড়ী সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় অাজিমুশশান মিলাদ মাহফিল রবিবার রাতে নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলের শুরুতেই খতমে কুরআন, নাতে রাসূল পাঠ করা হয়। মাহফিলে বিশেষ মেহমান ছিলেন, সৈয়দ মাওলানা মুহাম্মদ অাশেকুল বারী (মা.জি.অা.)। প্রধান অতিথি ছিলেন, অালহাজ্ব অাবু মুছা সিদ্দিকী।
এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সৈয়্যদ মাওলানা শওকত হোসাইন রযভী। মাহফিলে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, মো. মাহবুবুল অালম অারবি। মাওলানা মাশুক অাহমদ অাল-কাদেরীর সভাপতিত্বে অারও উপস্থিতি ছিলেন, সামবলীর বাড়ীর সমাজ কল্যাণ সমিতি সিনিয়র সভাপতি মুহাম্মদ মুফিজুর রহমান, গাউসিয়া কমিটি ব্রাহ্মণহাট ইউনিট শাখার প্রচার সম্পাদক মুহাম্মদ রাহাত। মাহফিলে দূরদূরান্ত থেকে অসংখ্য নবীপ্রেমক জনতা যোগাদান করেন।
(রাউজান নিউজে আপনার য়েকোনো সংবাদ প্রচার করতে যোগায়োগ করুন-আমির হামজা.বার্তা সম্পাদক 01559-633080 রাউজান নিউজ)
Add comment