এম অারফাত হোসাইন (রাউজান নিউজ) ♦
রাউজান থানায় গ্রাম পুলিশদের কম্বল ও লুঙ্গী বিতরণ। রাউজান থানায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের চট্টগ্রাম পুলিশ সুপার নুরে আলম মিনার উদ্যোগে কম্বল ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। ১৪ ইউনিয়নের ৯৫ জন গ্রাম পুলিশদের কম্বল ও লুঙ্গী দেয়া হয়।
অাজ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাউজান থানার সম্মেলন কক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল ও লুঙ্গী বিতরণ করেন।
এপ্রসঙ্গে বলেন, চট্টগ্রাম পুলিশ সুপার নুরে আলম মিনার উদোগে উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রাম পুলিশদেরকে কম্বল ও লুঙ্গী দিয়েছি।
গ্রাম পুলিশ প্রতিটি কর্মকান্ডে অংশগ্রহণ করে। তাদের মাধ্যমে বিভিন্ন কার্য সম্পাদন করা হয়। দেশ পরিচালনায় তারাও অংশীদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, থানার সেকেন্ড অফিসার এসআই নুরনবী, এসআই মেহের আলী, এসআই মৃদুল বড়ুয়া, এসআই কামাল, এআসআই রাশেদসহ প্রমূখ।
Add comment