রাউজান ব্যুরো ♦
রাউজান তৈয়্যবীয়া স্মৃতি সংসদের ১৯ তম সুন্নি সম্মেলন আগামী ৮ মার্চ”
রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আগামী ৮ই মার্চ জুমাবার বিকাল ৩টা হতে দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া জামে মসজিদ ময়দানে পবিত্র মিরাজুন্নবী (সঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ১৯ তম বিশাল সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন সংগঠনের সভাপতি মুহাস্মদ মোরশেদ সাধারণ সম্পাদক মুহাম্মদ মাকসুদুল আলম সুমন।
Add comment