মোঃ হাবিবুর রহমান (রাউজান নিউজ)♦ রাউজান ডাবুয়ায় ‘বাবু চৌধুরী স্মৃতি সংসদ’র উদ্যোগে ঈদ সামগ্রী ও ঢেউটিন বিতরণ। রাউজান ডাবুয়ায় ‘বাবু চৌধুরী স্মৃতি সংসদ’র উদ্যোগে ঈদ সামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। রবিবার (০২ জুন) বিকাল ৪টায় ডাবুয়া ইউনিয়নের আরব নগর এলাকায় অনুষ্ঠিত ঈদ সামগ্রী ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাবুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তরুন সমাজ সেবক আলহাজ্ব সাইফুদ্দিন চৌধুরী সাবু।
বাবু চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি ও ডাবুয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আসাদ হোসেনের সভাপতিত্বে ও মুহাম্মদ এরশাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাহেদুল আলম, সাবেক ইউপি সদস্য আব্দুল ছাত্তার।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজাদ হোসেন, মাহাবু মুন্সি, নাছির উদ্দিন, সাজ্জাদ হোসেন, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাবের হোসেন, তারেক হোসেন, শরীফুল হক মুন্না, সোহেল, তিপ্ত ধর, জামাল, সাজ্জাদ, রুবেল, মুবিন, বাবলু,হৃদয়, মামুন, হানিফসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বাবু চৌধুরী স্মৃতি সংসদের নেতৃব্ন্দৃ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই শতাধিক নারী-পুরুষের মাঝে ঈদ সামগ্রী ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment